পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য হবে, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক কার্যালয় থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নব-নির্বাচিত ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরী।
সূত্রের খবর, কিছু দিন আগেই গঠন হয়েছে নয়া ব্লক কমিটি। এই কমিটি গঠন হওয়ার পর থেকে দায়িত্ব পেয়ে ময়দানে নেমে পড়েছেন নব-নির্বাচিত ব্লক সভাপতি তোবারক হোসেন চৌধুরী। সময় নষ্ট করতে চান না তিনি। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে চলছে সংগঠন মজবুত করার কাজ। তবারক হোসেন চৌধুরী দায়িত্ব পাওয়ার পর থেকেই সক্রিয়ভাবে দলের কাজ শুরু করে দিয়েছেন। পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখে চলছে সংগঠন সাজানোর কাজ। রবিবার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নব-নির্বাচিত ব্লক সভাপতি। পঞ্চায়েত ভোটে দলের ভালো ফলাফলের আশায় যথেষ্ট আশাবাদী তিনি। এমনকি হরিশ্চন্দ্রপুর এলাকা পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য থাকবে বলে তিনি মনে করছেন।
উল্লেখ্য, যে সময় হরিশ্চন্দ্রপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের সে রকম কোনও সংগঠন ছিল না সেই সময় ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন এই অভিজ্ঞ নেতা। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্লক সভাপতিত্বের দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তীকালে জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। ব্লকের সংগঠন এগিয়ে নিয়ে যেতে আবার তবারক হোসেন চৌধুরীর প্রতি ভরসা রেখেছেন নেতারা।
ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।