Malda : বোমা বিস্ফোরণে নিহত ২, আহতরাও গুরুতর

আরও পড়ুন

মুর্শিদাবাদের পর এবার মালদায় বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের গোপালপুর এলাকায়। নিহত হয়েছেন ২ জন, জখমের সংখ্যা অনেক। তাদের মধ্যে একজন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, গোপালপুরের চণ্ডীপুর মাঠ এলাকায় শনিবার রাতে বোমা বাধার কাজ চলছিল। সেই সময় সেখানে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে পুরো এলাকা কেঁপে ওঠে। এলাকাবাসী আতঙ্কে বাইরে বেরিয়ে এসে চণ্ডীপুর মাঠে কয়েকজনকে এদিক-ওদিক ছিটকে পড়ে থাকতে দেখেন। নিহত দুজনের নাম ফারজান আলি এবং সফিকুল ইসলাম। এছাড়া, বেশ কয়েকজন আহত। তাদের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। কি কারনে তারা গভীর রাতে বোমা বাঁধছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে বোমা বাঁধার সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close