Malda : লরির ধাক্কায় নিহত ইটভাটার শ্রমিক

আরও পড়ুন

লরির ধাক্কায় প্রান হারালেন ইটভাটার শ্রমিক। মালদার সামসী ধরমকাঁটার কাছে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর দূর্ঘটনাটি ঘটে। পুলিশি সূত্রে খবর, মৃত যুবকের নাম সাদিকুল ইসলাম। বয়স ২৬ বছর। তার বাড়ি সামসী পঞ্চায়েতের পারাকরম এলাকায়। মৃতের কাকাতো ভাই কামাল হোসেন জানান, আমাদের একসাথে চাঁচলের ইটভাটায় কাজে যাওয়ার কথা ছিল। কাজে যাওয়ার জন্য ঘাসিরাম মোড় থেকে তাকে ফোন করলেও পাওয়া যায়নি। ঠিক আধঘন্টা পরে সাদিকুলের মোবাইল নম্বর থেকে পাল্টা ফোন আসে যে সাদিকুল গুরুতর জখম হয়ে সামসী ধরম কাটার কাছে পড়ে আছে। তাকে সামসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালদা যাওয়ার পথেই সে মারা যায়। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close