Malda : অস্ত্রসমেত বাহিনী থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান, চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন

অস্ত্রসমেত বাহিনী থেকে নিখোঁজ এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে বিএসএফের মালদা সেক্টরের ১৫৯ ব্যাটালিয়ান এলাকায়। এই ব্যাটালিয়ন বিএসএফের মালদার হবিবপুর ও বামনগোলা এলাকায় প্রহরারত। ওই বিএসএফ জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, নিখোঁজ ওই বিএসএফ জওয়ানের নাম অখিলেশ কুমার। তার কাছে রয়েছে একটি ইনশাস রাইফেল, দু’রাউন্ড ম্যাগাজিন এবং প্রচুর পরিমাণ গুলি। বিএসএফ কর্তৃপক্ষের থেকে গোটা ঘটনাটি জেলা পুলিশকে জানানো হয়েছে। তিনি আদেও নিখোঁজ হয়েছেন না কি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close