খাদ্য সুরক্ষা দফতরের অধীনে ব্যবসায়ী সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হল ক্যাম্প, প্রথমবারেই ব্যবসায়ীদের মধ্যে ভালো রকম সাড়া পড়ে যায়।
সূত্রের খবর , খাদ্য সুরক্ষা দফতরের উদ্যোগে এবং ব্যবসায়ী সমিতির সহযোগিতায় ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স দেওয়া হল ব্যবসায়ীদের। ছোট ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন দেওয়া হল খাদ্য সুরক্ষা দফতরের অধীনে। প্রথমবারই ভালো সাড়া পাওয়া গেল ব্যবসায়ীদের পক্ষ থেকে। শুক্রবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে থানার বিপরীতে ব্যবসায়ী সমিতির অফিসে এই কার্যক্রম হয়। মূলত ক্ষুদ্র, মাঝারী ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এই উদ্যোগ খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে যেনও তারা ক্রেতাদের সেই ভরসা দিতে পারে। যাদের মাসিক ব্যবসা এক লক্ষ টাকা বা তার কম সেই সব ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন এর আওতায় পড়ছেন। যাদের ব্যবসা এক লক্ষ টাকার বেশি মাসে তারা ফুড লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এছাড়াও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান করা হয় এদিন। এর মাধ্যমে বড়, ছোট সকল ব্যবসায়ীকে এক ছাতার তলে আনা যাবে। আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া, ডাবলু রজক, সাগর দাস-সহ অন্যান্য ব্যবসায়ীরা।
উল্লেখ্য ,হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া বলেন, আজ আমাদের এলাকার ওষুধ ব্যবসায়ী,হোটেল খাবারের দোকান-সহ বিভিন্ন ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হ’ল। ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। খাদ্য সুরক্ষা দফতরে সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হল। প্রায় ১০০ জনের বেশি ব্যবসায়ী আজ এই ক্যাম্পে ছিলেন।
এবিষয়ে চাঁচল মহকুমার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক ড. রাহুল মন্ডল বলেন, আজকে রেজিস্ট্রেশন মেলা ছিল। মূলত যেসব ব্যবসায়ীদের মাসিক লেনদেন এক লক্ষ টাকার নিচে তাদের রেজিস্ট্রেশন প্রদান করা হ’ল। ব্যবসায়ীদের মধ্যে ভাল রকম সাড়া ছিল। এখানে প্রথমবারের মতো হ’ল। পরবর্তীতেও করার লক্ষ্য আছে।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।