আমের পেটিতে মদ পাচারের আগেই পাকড়াও পাটনার দুই যুবক। ফিল্মি কায়দায় মাদক পাচার করতে চেয়েছিল ওই দুই অভিযুক্ত। কিন্তু ফিল্ম এবং বাস্তবের মধ্যে যে বিস্তর তা হয়তোবা ঠাওর করে উঠতে পারেনি পাচারকারীরা। আমের পেটিতে মদ নিয়ে বিহারে যাওয়ার ছক কষেছিল পাটনার ওই দুই যুবক। যেমন পরিকল্পনা, তেমন কাজ। আমের পেটি নিয়ে হাজির হয় মালদা রেলওয়ে স্টেশনে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার স্টেশনে হাজির ছিলেন মালদা জিআরপি-র বিভিন্ন স্তরের কর্মীরা। এরপরই সেই যুবককে আটক করে জিআরপি। তাদের কাছ থেকে বিপুল পরিমানে উদ্ধার হয় বে-আইনি মদ।
জিআরপির সূত্রের খবর, ধৃত ওই দুই যুবকের নাম, পঙ্কজ কুমার (১৮) এবং রোশন কুমার (১৯)। তারা বে-আইনি মাদক কারবারের সঙ্গে যুক্ত বলেই খবর। তাদের কাছ থেকে ১৫ পেটি মদ উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা। জিআরপি সূত্রের খবর-বিহার সরকার যেহেতু ওই রাজ্য মদ্যপান নিষিদ্ধ করেছে, তাই বিহারে মদের চাহিদা প্রচুর। সঙ্গত কারণেই অল্পবয়সী তরুণেরা এই জাতীয় ছলনার আশ্রয় নিচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে বাড়ছে মাদক পাচারও।
ফোর্টিন টাইমলাইন, মালদা।