প্রতিদিনই জেলায় জেলায় গরমের তীব্রতা বেড়েই চলেছে। মালদায় এখনও পর্যন্ত প্রায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা অন্যান্য বছরের থেকে অনেকটাই কম বলে জানালেন মালদা জেলা আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ তপন কুমার দাস।
জেলা আবহাওয়া দফতর সূত্রের খবর, মালদা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড। মৌসুমী বায়ু রাজ্যে ৩ জুন প্রবেশ করেছিল এবং সেখান থেকে ১৭ জুন পশ্চিমবঙ্গ ছেড়ে বর্তমানে উত্তরপ্রদেশের কাছাকাছিতে তার অবস্থান রয়েছে। ১৪ জুন মৌসুমী বায়ু মালদা জেলার ওপর দিয়ে প্রবেশ করে চলে গিয়েছে। সেক্ষেত্রে এবছর বর্ষায় বৃষ্টি তেমন হয়নি জেলায়। ঘাটতি রয়েছে এবারের বর্ষার বৃষ্টিতে। জেলা আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ তপন কুমার দাস জানান, এই মুহূর্তে ঝাড়খন্ড-এর ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য বাতাসে উষ্ণ পরিবেশ বজিয়ে থাকবে।
কৃষি দপ্তর-এর মতে জেলায় আরও বৃষ্টিপাত প্রয়োজন হলে মার খাবে উৎপাদন, ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা।
ফোর্টিন টাইমলাইন, মালদা।