দুই বন্ধুর ছিনতাইয়ের ছক ব্যর্থ করল মালদার চাঁচল থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রবহনের অভিযোগে এক দুষ্কৃতীকে ধরে আনল পুলিশ। সূত্রের খবর ,ধৃতের নাম মেরাজুল হক(৩২)বাড়ি জালালপুরের কৃষ্ণপুর এলাকায়।
প্রসঙ্গত,উৎসবের মরশুমে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন দুই বন্ধু। পরিকল্পনা ছিল এলাকায় লুট চালানোর। সেইমতো প্রায় ১০ কিমি দূরে আরেক বন্ধুর বাড়িতে কষা হচ্ছিল ছক। না কুখ্যাত দুষ্কৃতীর আসর বসেছে বন্ধুর বাড়িতে টের পেয়ে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি উপলব্ধি করেএক বন্ধু পালিয়ে গেলেও একজন পুলিশের খপ্পরে পড়ে। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার প্রত্যন্ত গ্রামে। তদন্তের স্বার্থে পলাতক বন্ধুর পরিচয় গোপন রেখেছে পুলিশ। এদিকে একটি অবৈধ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ-সহ একজনকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।পুলিশের দাবি,ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উঠে আসবে।পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
মালদার চাঁচল থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।