Chanchal: বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আরও পড়ুন

শোবার ঘর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার সুতি অঞ্চলে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ।

সূত্রের খবর , মৃত বৃদ্ধের নাম কতুবুউদ্দিন মন্ডল, বয়স ৭২ বছর , বাড়ি চাঁচল থানার সুতি এলাকায়। গতকাল সন্ধ্যায় শোবার ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রের জানা যায় , মাঝেমধ্যেই পুত্রবধূর সঙ্গে পারিবারিক বিবাদ লাগতো ওই বৃদ্ধের। বৃহস্পতিবার সেই বিবাদ চরমে উঠে। পুত্রবধূর অশ্লীল কথা বার্তায় অপমানিত হওয়ার পরেই শোয়ার ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই বৃদ্ধ বলেই অনেকের অনামান। তারপরেই পরিবারের সদস্যরা শোবার ঘরে ঢুকে দেখেন, বৃদ্ধ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় চাঁচল থানায়। পুলিশ পৌঁছে ওই বৃদ্ধের দেহ নিয়ে যায়। তবে বিষয়টি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

মালদার চাঁচল থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close