জ্যেঠুর শ্রাদ্ধের ঘাটের কাজ সেরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদার চাঁচল থানার মহানন্দা নদীর গালিমপুর ঘাটের। এমন মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। দেহটি খোঁজখুঁজির জন্য বাসিন্দারাই নদীতে মাছধরার জাল ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। ওই নাবালিকার দেহ উদ্ধারের জন্য খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
সূত্রের খবর, ওই নাবালিকার নাম টগরী দাস। বয়স ১০ বছর। বাড়ি মহানন্দা নদীর গালিমপুর ঘাটের থেকে প্রায় ২ কিমি দুরত্ব দরিয়াপুরে। কিছুদিন আগেই ওই নাবালিকার জ্যেঠুমণি মারা যান। বুধবার ছিল তারই আনুষ্ঠানিক ক্রিয়া। এদিন ক্রিয়া সেরে বাবার হাত ধরে নদীর ঘাটে স্নান করতে যায় টগরী। কিন্তু, স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে যায় ওই নাবালিকা। তড়িঘড়ি তার পরিবারের সদস্যরাও স্থানীয় বাসিন্দারা নদীর জলে ঝাঁপিয়ে পড়েন। এরপর তল্লাশি শুরু হয়। কিন্তু, বৃহস্পতিবার পর্যন্ত ওই নাবালিকার খোঁজ মেলেনি। ব্লক প্রশাসন জানিয়েছে, দুটি বিপর্যয় মোকাবিলা বাহিনী দল দেহ তল্লাশির জন্য রওনা দিয়েছে।