যাত্রী তোলাকে কেন্দ্র করে মিনি বাস ও টোটো চালকদের মধ্যে হাতাহাতি। এক মিনি বাসের গাড়ির চালককে মারধোরের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিনি বাস চালকদের।মালদহের চাঁচলের ৮১ নম্বর জাতীয় সড়কের PWD এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল চাঁচলের মহানন্দা পুরের স্বরূপ গঞ্জে যাত্রী তোলাকে কেন্দ্র করে এক টোটো চালক মিনি বাস চালক কে গালি গালাজ ও পরে মারধর করা হই বলে অভিযোগ। ঘটনায় গুরুতর ভাবে জখম হন ওই মিনি বাস চালক বলে অভিযোগ। আজ এই ঘটনার প্রতিবাদে চাঁচলের মিনি বাস চালকেরা বাস বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন। চাঁচল হরিশ্চন্দ্রপুর রুটের ৮১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ দেখান তারা।ঘণ্টা খানেক বিক্ষোভ দেখানোর পর ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ ও ট্রাফিক ওসি চন্দন দে। অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করে।
এই অটো ও ম্যাক্সি ইউনিয়নের সম্পাদক সুমন পাল চৌধুরী বলেন, চাঁচলের আমাদের এক মিনিবাস চালক যাত্রী তুলেছিল এলাকার এক টোটো চালক সেই যাত্রীকে বাস থেকে নামিয়ে নিজের টোটো তে ওঠান এই ঘটনার প্রতিবাদ করে। তখনই ওই টোটো চালক আমাদের ওই বাস চালক কে মারধর করে।
প্রায় শয় টোটো চালকেরা যাত্রী তোলাকে কেন্দ্র করে আমাদের মিনি বাস চালকের দের মারধর ও গালিগালাজ করে। এই নিয়ে আমরা বহু বার পুলিশ ও প্রশাসন কে বিষয়টি জানাই কিন্তু পুলিশ কোনো ব্যাবস্থা নেই নি।আমরা এরই আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাছি এবং বাইরের কোন টোটোক আমরা শহরের বুকে ঢুকতে দিচ্ছি না।
যদিও মারধরের অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছেন টোটো চালকেরা।তবে ক্যামেরার সামনে তারা কোনো প্রতিক্রিয়া দেইনি।