Chanchol : বেতন বৃদ্ধি-সহ নানা দাবিতে কর্মবিরতি আশাকর্মীদের

আরও পড়ুন

আশাকর্মীদের অযথা হয়রানি বন্ধ, স্বাস্থ্য কর্মীর মর্যাদা, বেতন ও ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ, বুধবার থেকে কর্ম বিরতিতে নামল আশা কর্মীরা।

সূত্রের খবর,বুধবার মালদার চাঁচলে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রায় দুই শতাধিক আশা কর্মী। এদিন প্রথমে চাঁচল স্টেডিয়াম ময়দান থেকে শুরু হয় মিছিল, যা গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল ১ নম্বর ব্লক স্বাস্থ্য দফতরের সামনে এসে জমায়েত হন তারা। এরপর তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

প্রসঙ্গত,এই বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা জেলা আশা কর্মীর সম্পাদিকা মেহবুবা খাতুন। এদিনের এই আন্দোলনে সামিল আশা কর্মীদের দাবি, কর্মক্ষেত্রে তারা দীর্ঘদিন লাঞ্ছনা,বঞ্চনা ও অত্যাচারের শিকার হয়ে আসছেন। সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি-সহ মাসিক ২১ হাজার টাকা দাবি সহ একাধিক দাবি তুলে ধরেন ওই কর্মীবৃন্দ।এমনকি এদিন তাঁরা সারা রাজ্যব্যাপী কর্মবিরতি পালন করবেন বলেও জানা গেছে। তাদের দাবি না পূরণ হলে আগামীতে এই কর্ম বিরতি অব্যাহত রাখবেন বলে তারা জানিয়েছেন।

ফোর্টিন টাইম লাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close