Harishchandrapur: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের টাকা আত্মসাৎ !

আরও পড়ুন

কন্যাশ্রী প্রকল্পের কোটি কোটি টাকা লুট হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর-এ বলে অভিযোগ। অভিযোগের তীর কন্যাশ্রীর ডাটা এন্ট্রি অপারেটরের (DEO) বিরুদ্ধে। এবার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী থেকে কোটি কোটি টাকা লুঠ নিয়ে। অভিযুক্ত হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কন্যাশ্রী ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের কথা পর্দা ফাঁস করলেন অভিভাবকরা। সেই টাকা দিয়ে অট্টালিকা বাড়ি, প্রচুর সম্পত্তি আরো কত কী বানিয়েছেন তিনি (!) খোঁচা বিজেপি-র, পাল্টা বিবৃতি দিয়েছে তৃণমূলও, তুঙ্গে রাজনৈতিক তরজা। এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জাকির হোসেন কি বলেছেন শুনুন-

মাদ্রাসার স্কুলের ছাত্রী এলিনা খাতুন এর বক্তব্য শুনবো-

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বেশ কয়েকটি স্কুল এবং মাদ্রাসায় কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে আসছিল। কখনো ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে পুরো টাকাটাই আত্মসাৎ করা হচ্ছিল, আবার কখনোবা স্কুলের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের কাছ থেকে কাটমানি হিসেবে ব্যাপক পরিমাণে টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ। টাকা আদায় না হলে মেয়েদের সেই সুবিধা থেকে বঞ্চিত করছিল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের এক কন্যাশ্রী প্রকল্পে কর্মরত থাকা আব্দুল মোমিন নামের এক ডাটা এন্ট্রি অপারেটর(DEO) । শুধু তাই নয়, ওই দুই অপারেটরের বিরুদ্ধে ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি-সহ একাধিক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের তদন্ত দূরের কথা অভিযোগের ভিত্তিতে কোন ব্যবস্থা গ্রহণ পর্যন্ত হয়নি।

এলাকার অভিভাবক এবং স্কুলের ছাত্রীদের অভিযোগ-টাকার বিনিময় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কন্যাশ্রী প্রকল্পের টাকা ব্যাপকহারে নয়-ছয় করা হচ্ছে। বঞ্চিত করা হচ্ছে এলাকার দরিদ্র ছাত্রীদের। শুধু তাই নয়, কন্যাশ্রী প্রকল্পের সরকার থেকে পাওয়া ২৫,০০০ টাকার মধ্যে কখনো ৫০০০, কখনো ১০০০০ টাকার বিনিময়ে ওই অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর এই কাজ করছেন বলেও অভিযোগ।

যদিও অভিযুক্ত ওই ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল মোমিনকে প্রশ্ন করতে যাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি, উল্টে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ সঙ্গে প্রাণনাশের হুমকিও দেন।

এদিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি জানিয়েছেন-অবিলম্বে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। উপযুক্ত প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি।

যদিও বিষয়টিতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগারওয়াল জানান- কন্যাশ্রী কাটমানি এবং টাকা নয়ছয়ের পিছনে শুধু ওই কর্মীই নন, এলাকার শাসকদলের মাথারাও জড়িয়ে আছেন বলে তাদের দাবি। তিনি আরও কি কি বলেছন শুনুন-

যদিও বিজেপির অভিযোগের ভিত্তিতে এলাকার তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ২ যুব ব্লক সভাপতি মনোতোষ ঘোষ বলেন-বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। ওই ব্লকে কন্যাশ্রী প্রকল্প নিয়ে যদি কোনও বেনিয়ম হয়েই থাকে তাহলে আইন আইনের পথেই চলবে। দল কোনও দুর্নীতিকে বরদাস্ত করে না। তৃণমূল নেতা মনোতোষ ঘোষ কি বলেছেন শোনাবো-

মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close