গলা থেকে কয়েন বের করে নজির গড়লো মালদহ মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের চিকিৎসকেরা। কালি মন্দিরে বাতাসা প্রসাদ ভেবে পাঁচ টাকার কয়েন খেয়ে নেয় আট বছরের একটি শিশু। ওই শিশুটির নাম মানালি সাহা, বয়স আট বছর। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়। কয়েন খাওয়ার পর পরিবারের সদস্যদের কাওকেই কিছু জানায়নি মানালি। রাতে তার গলা ব্যথা করলে বিষয়টি নজরে আসে তার পরিবারের। তড়িঘড়ি তাকে স্থানীয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। এর পরেই চিকিৎসা শুরু করেন ইএনটি বিভাগের চিকিৎসকেরা।
গলার এক্সরে করে চিকিৎসকেরা জানতে পারেন খাদ্যনালীতে কিছু একটা আটকে রয়েছে। তারপরে চিকিৎসা করে খাদ্যনালী থেকে বের করা হয় পাঁচ টাকার কয়েন। বিশেষ যন্ত্রের সাহায্যে বিনা অপারেশনেই শিশু কন্যার গলায় আটকে থাকা পয়সার কয়েন বের করেন কর্তব্যরত চিকিৎসকেরা। বর্তমানে শিশু কন্যাটি সুস্থ অবস্থায় রয়েছে।
এই ধরণের চিকিৎসা প্রায়শই হচ্ছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পর্যাপ্ত পরিকাঠামো না থাকলেও ইএনটি বিভাগের চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে এই পরিষেবা দিয়ে থাকেন।
ফোর্টিন টাইমলাইন, মালদা।