অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও বেশ কয়েকদিন যাবৎ প্রচন্ড দেবদাহে নাজেহাল আট থেকে আশি সকলেই। এই প্রচন্ড গরমের দাবদাহে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার মিল্কির আট গামা নরহরপুর গ্রামে। শনিবার তার মৃতদেহ আনা হয় সিভিক ভলান্টিয়ারের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।
সূত্রের খবর, ওই মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পাণ্ডব মন্ডল বয়স, বয়স ৩৭ বছর। তার স্ত্রী নিরুপমা মন্ডল। ওই সিভিক ভলান্টিয়ার মালদা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আজ নববর্ষ উপলক্ষে সে কাজের ছুটি নিয়েছিল। ছুটির দিন হিসেবে চাকরির পাশাপাশি চাষাবাদের কাজ করতেন পান্ডব মন্ডল নামে ওই সিভিক ভলান্টিয়ার। শনিবার বাড়ি থেকে কিছুটা দূরেই নিজের জমিতে গিয়েছিল দেখাশোনা করতে। আর সেখানেই প্রচন্ড গরমের কারনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি খবর পেয়ে ওই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে নিয়ে যায় মিল্কি স্থানীয় হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সেখানে কর্মরত চিকিৎসকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মেডিকেল কলেজে আনার পরেই জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা ওই সিভিক ভলান্টিয়ারকে দেখে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এই খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন ওই সিভিক ভলান্টিয়ারের পরিবার।
ফোর্টিন টাইমলাইন, মালদা।