Malda : তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নিয়ে গোষ্ঠী কোন্দল, খোঁচা বিজেপির

আরও পড়ুন

প্রতিষ্ঠা দিবসের দিন প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল। তিন জায়গায় আলাদা আলাদা কর্মসূচি। মঞ্চ থেকেই ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের। পঞ্চায়েত ভোটের আগে ফের গোষ্ঠী কোন্দল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। এই নিয়ে খোঁচা বিজেপির।

সূত্রের খবর, রবিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তিনটি জায়গায় আলাদা আলাদা করে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি হয়। হরিশ্চন্দ্রপুর কিরণ বালা বালিকা বিদ্যালয়ে ১ এবং ২ নম্বর ব্লকের কর্মী সমর্থকদের নিয়ে প্রতিষ্ঠা দিবসের এই কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। অপরদিকে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাঁচল বিধানসভার চারটি অঞ্চলে আলাদাভাবে পালন হয় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। চন্ডিপুরে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাসের নেতৃত্বে কর্মসূচিটি করা হয়। অন্যদিকে, রাণীপুরাতে রশিদাবাদ অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামউদ্দিন আহমেদের নেতৃত্বে করা হয়। যদিও প্রথমে তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছিল হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ে দু’টি ব্লকের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটাই কর্মসূচি হবে। কর্মসূচির পর নেতৃত্বের সাফাই প্রত্যেকটা অঞ্চলে আলাদা করে কর্মসূচি করা হচ্ছে।

পাশাপাশি রশিদাবাদ অঞ্চলের রাণীপুরা গ্রামে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির মঞ্চ থেকে প্রকাশ্যে ব্লক সভাপতি মানিক দাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন খাদ্য কর্মাধ্যক্ষ কেরামউদ্দিন আহমেদ। নিজের পুরো বক্তব্যেই মানিক দাসকে নিশানা করেন তিনি। ব্লক সভাপতি মানিক দাস বিরোধীদের অক্সিজেন যোগাচ্ছে এমনটাই অভিযোগ শোনা যায় তার থেকে।

এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ব্লক সভাপতি মানিক দাস। তৃণমূল দুর্নীতিতে ভরে গেছে। একে অপরকে দোষারোপ করছে বলে খোঁচা বিজেপির জেলা কমিটির সদস্য কিষান কেডিয়ার।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close