Malda : অপরাধীর চেতনা ফেরাতেই চাঁচলের রাস্তায় ঝাড়ু হাতে কংগ্রেসের গান্ধীগিরি !

আরও পড়ুন

শহরকে জঞ্জালমুক্ত রাখতে ব্যর্থ শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আবর্জনায় ভরে থাকছে শহরের রাস্তা। এই অভিযোগে ঝাড়ু হাতে চাঁচলে সাফাই অভিযান করল কংগ্রেস। রবিবার ভোরবেলা থেকে শুরু হয় এই কর্মসূচি। বাস স্ট্যান্ড, চাঁচল বাজার, সুকান্ত মোড় থেকে শুরু করে চাঁচলের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঝাড়ু হাতে সাফ করেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেসের অভিযোগ, চাঁচলবাসীকে ন্যূনতম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল। নিয়মিতভাবে পরিষ্কার হয় না রাস্তা। সাফাই কর্মীদের দেওয়া হয় না তাদের ন্যায্য টাকা। সেই টাকা নিয়েও দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ। তাই তাদের এই প্রতিবাদ কর্মসূচি। কংগ্রেস নেতৃত্বের মতে- তারা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত। গান্ধীজী বলেছেন, “অন্যায়ের প্রতিবাদ এমন ভাবে করো যেনও অপরাধীর চেতনা হয়।” তাই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের চেতনা জাগ্রত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে কংগ্রেসের সাফাই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা প্রবীর আগরওয়ালা বলেন, “খুব ভাল উদ্যোগ। আমরা বিষয়টি নিয়ে সাধুবাদই জানাচ্ছি।” শ্রীআগরওয়ালা আর কি কি বলেছেন শুনুন-

যদিও তৃণমূলের কটাক্ষ, এটা ভোটমুখী রাজনীতি। চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদারের দাবি, “পাঁচ বছর আমরা মানুষকে সঠিক পরিষেবা দিয়েছি। সামনে পঞ্চায়েত ভোট, তাই কংগ্রেস এভাবে রাজনীতি করছে।”

এদিকে সাফাই অভিযানকে সমর্থন করলেও খোঁচা দিয়েছে বিজেপি। তবে জোটসঙ্গীর কর্মসূচিকে সমর্থন জানিয়ে তৃণমূলকে এক হাত নিয়েছে সিপিআইএম। সংশ্লিষ্ট দলের লোকাল কমিটির সদস্য সৌম্যশ্রী সাহার মতে,” যে বিষয়ে তৃণমূল কাটমানি পায় না তা নিয়ে তৃণমূল কাজ করে না। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।”

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close