Malda : আগ্নেয়াস্ত-সহ দুষ্কৃতী গ্রেফতার

আরও পড়ুন

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ-পুলিশের জালে এক কুখ্যাত দুষ্কৃতী। গোপন সূত্র খবর পেয়ে মালদা থানার পুলিশ সোমবার গভীররাতে আইসি হীরক বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে পুরাতন মালদা ব্লকের সাহাপুর ছোট কাদিরপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ-ধৃত দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে। এরপরেই তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে সেভেন এমএম পিস্তল সহ-একটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করে। ধৃত যুবককে মালদা থানার পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম সায়ন সাহা। বয়স ২৬ বছর। বাড়ি পুরাতন মালদার ছোট কাদিরপুর এলাকায়। বেশ কয়েকদিন ধরেই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এলাকায় দাদাগিরি করতে দেখা গিয়েছিল ধৃত যুবককে। এমনকি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। পাশাপাশি পুলিশি সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত যুবক সম্প্রতি বিধানসভা নির্বাচনের সময় মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহার গুলিকাণ্ডে জড়িত অভিযুক্ত।

এদিকে মালদা থানার পুলিশ ধৃত যুবককে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়েছে সেইসঙ্গে এই অপরাধমূলক কাজের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close