Malda: স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি ২ সংগঠনের

আরও পড়ুন

স্বচ্ছতার সঙ্গে নয়া বিজ্ঞপ্তি জারি করে এস এস সি-র মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ। সঙ্গে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ এস এল এস টি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ টিচার্স জব ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে মালদা জেলাশাসকের দফতরের পাশাপাশি অতুল মার্কেট সংলগ্ন জেলাশিক্ষা দফতর ডি আই-এর কাছেও এই দাবিতে ওই দুই সংগঠনের সদস্যরা যৌথভাবে ডেপুটেশন জমা দেন। তার আগে রাজ্যজুড়ে স্বচ্ছতার সঙ্গে হাই স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে একটি মিছিলও বার করেন দুই সংগঠনকারী সদস্যরা।

বিক্ষোভকারী সংগঠনের সদস্যদের বক্তব্য, দীর্ঘদিন যাবৎ নতুনভাবে নোটিফিকেশন জারি করে এসএসসি-তে নিয়োগ করা হয়নি। তাই, দ্রুত স্বচ্ছতার সঙ্গে নোটিফিকেশন জারি করে শিক্ষক নিয়োগ করুক সরকার। এরকমই বেশ কিছু দাবি জানিয়ে মঙ্গলবার একটি শান্তিপূর্ণ মিছিল করার সঙ্গে জেলা শাসকের দপ্তর এবং ডি আই অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close