Malda: আর্সেনিকযুক্ত পানীয় জলের প্লান্ট পরিদর্শনে জেলা শাসক

আরও পড়ুন

পুরাতন মালদা পুরসভার কর্তাব্যক্তিদের নিয়ে বৈঠক করলেন মালদা জেলা সমাহর্তা নীতিন সিংহানিয়া। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পুরসভার সভাকক্ষে আয়োজিত বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম-সহ প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধিরা।

এদিন পুরাতন মালদা পুরসভার সভাকক্ষে পুরসভা এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গী করে এলাকার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনা হয়। প্রায় এক ঘন্টা ধরে চলে বৈঠক। পুরাতন মালদা পুরসভার তরফে প্রথমে জনপ্রতিনিধিদের দিয়ে সংবর্ধনা জানানো হয়। তারপর শুরু হয় বৈঠক। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের অভাব,অভিযোগ শোনেন। এলাকার বিশুদ্ধ পানীয় জলে আর্সেনিক যুক্ত পানীয় জলের প্লান্ট গিয়ে পরিদর্শন করেন। যেহেতু, পুরাতন মালদা পুরসভার বর্তমান পরিষেবা নিয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার দিকে বিশেষ নজর দেওয়া হয়। আগামীদিনে দ্রুতগতিতে পানীয় জল পরিষেবা যেনও দেওয়া যায়, এদিন সে বিষয়টি প্রাধান্য পায়। এছাড়া পুরসভার সার্বিক উন্নয়নের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close