Chanchal : ইডি ও সিবিআই-কে তীব্র হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির

আরও পড়ুন

ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্নে পথে নামল তৃণমূল কংগ্রেস। রবিবার মালদার চাঁচলে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাগুলির নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিলে নামল মালদা জেলা তৃণমূল। এদিন বিকেলে চাঁচল কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে চাঁচল সদরের বারোগাছিয়া, তরলতলা, রাজীব মোড় হয়ে দুর্গাবাড়ি মোড় হয়ে কলমবাগানে এসে শেষ হয়।

সূত্রের খবর, রবিবার এই মিছিলে সামিল হয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন-সহ চাঁচল মহকুমার ছ’টি ব্লকের তৃণমূলের শাখা সংগঠনের নেতা কর্মী ও সমর্থকেরা।

তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন এই মিছিলে প্রায় ২০ হাজার জন কর্মী সমর্থক ছিলেন। মিছিল শেষে কলমবাগানে একটি সমাবেশও করা হয়। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির অভিযোগ, বিজেপি চক্রান্ত করে তৃণমূল নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে পরাস্ত করতে চাইছে‌। এরই প্রতিবাদে চাঁচল শহরে রবিবার মহামিছিলের আয়োজন করা হয়।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close