Malda : জমি থেকে উপড়ে নেওয়া হল ফসল, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার

আরও পড়ুন

রাতের অন্ধকারে পটলের জমি থেকে পটল গাছ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচলের দুর্গাপুর গ্রামে। পুরো ঘটনাটি নিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন জমির মালিক।

সূত্রের খবর, মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফারের ১০ কাঠা জমি রয়েছে। সেই জমিতে ঋণ নিয়ে পটল চাষ শুরু করেছিলেন তিনি। ধীরে ধীরে পরিশ্রমের ক্ষেতে লাগানো পটল পরিপক্ত হচ্ছিল। অভিযোগ, শনিবার গভীর রাতে কিছু দুষ্কৃতী তার ক্ষেতে ঢুকে জমি থেকে ফসল উপরে ফেলে দিয়েছে। রবিবার সকালে মাঠে গিয়ে তিনি দেখেন, জমিতে চাষ করা সমস্ত পটলের গাছগুলিকে মাটিতে তুলে ফেলে দেওয়া হয়েছে। পুরো ঘটনাটি দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন জমির মালিক গোলাম মোস্তফা। রবিবার পুলিশের কাছে গোটা ঘটনার বিবরণ জানিয়ে চাঁচল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা চাঁচল থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close