Malda : পিক-আপ ভ্যানের ধাক্কায় দমকলকর্মী নিহত

আরও পড়ুন

পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একজন দমকলকর্মীর। পাশাপাশি পিক-আপ ভ্যানটি উল্টে জখম হয়েছেন ৭ জন শ্রমিক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের ভাগভাদো এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের বাইপাসে।

পুলিশি সূত্রের খবর, মৃতের নাম মৈনাক ঘোষ। বয়স ৫৭ বছর। বাড়ি মালদা শহরে। তিনি চাঁচল দমকল কেন্দ্রে কর্মরত ছিলেন। এদিন স্কুটিতে করে চাঁচলে আসছিলেন। হরিশ্চন্দ্রপুরের তালসুর থেকে মাখনা শ্রমিকদের নিয়ে শ্রীপুরে যাচ্ছিল পিক-আপ ভ্যানটি। নিয়ন্ত্রন হারিয়ে স্কুটিতে ধাক্কা মেরে পিক-আপ ভ্যানটি উল্টে যায়। ঘটনাস্থলেই দমকলকর্মী মারা যান। আহত হন পিক-আপ ভ্যানের ৭ জন শ্রমিক। তাদের সামসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close