ওয়াইফাই থেকে ল্যান কেলেঙ্কারির বিষয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই এবার পথে নামলেন দুই দিনাজপুর মালদা যুব মোর্চার সাংগঠনিক সদস্যরা। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের পুরাটুলি সদর বিজেপি-র কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বার হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উত্তর মালদা-র বিজেপি সাংসদ খগেন মুর্মু-সহ যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি, অয়ন রায়, ভারতীয় জনতা পার্টির জেলা সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডল-সহ জেলা বিজেপি-র নেতারা। ইংরেজবাজার শহরজুড়ে এই মিছিল পরিক্রমা করে শেষ হয় রথবাড়িতে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।