শ্রমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল গাজোলের কৃষ্ণপুর এলাকায়। মৃত শ্রমিকের নাম তন্ময় মণ্ডল বয়স (৩০)। বাড়ি সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা গ্রামে।
সূত্রের খবর, গতকাল রাতে নাইট ডিউটি ছিল মাঝরা এলাকার একটি জুট মিলে সেখানে কর্মরত ছিল তন্ময়। তন্ময়ের আত্মীয় সুধার্য মণ্ডল জানান, নাইট ডিউটি থাকায় বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ পর তন্ময় বাড়িতে ফোন করে জানান, তিন-চারদিন কাজে না যাওয়ায় তাকে মিলে ঢুকতে দেওয়া হয়নি। এরপর পরিবারের লোকেরা বাড়ি ফিরতে বললেও তিনি বাড়ি ফেরেননি। পরে পরিবারের লোকজন বারবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে ফোনেও পাওয়া যায়নি। এদিন সকালে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন কৃষ্ণপুরের সিঁদুর মুঁছি শ্মশান ব্রিজের কাছে ওই যুবকের দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে আত্মীয়রা সেখানে পৌঁছান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা|