বিশ্ব শান্তির জন্য মালদার হাইদারপুরে অনুষ্ঠিত হয় মহিলাদের নামাজ। যে নামাজে বহু মহিলা নামাজ পড়েন। পাশাপাশি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সুজাপুর নয় মৌজা ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ নামাজ পড়েন। অন্যদিকে শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে কয়েক হাজার মানুষ নামাজ পড়েন।
সূত্রের খবর, এক মাস রোজা থাকার পর শনিবার সারা রাজ্যের সঙ্গে মালদায় পালিত হয় খুশির ঈদ। বিশ্বে যেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এমনকি করোনা মহামারী ও তীব্র দাবদাহে বিশ্বের যেনও কোথাও কারও ক্ষতি না হয় সেই দোয়া করেই মহিলারা নামাজ পড়েন। মালদা জেলার হায়দারপুর হাজার খানেক মহিলা এই নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন। শুভেচ্ছা বিনিময় করেন।
মহিলা নামাজের উদ্যোক্তা সামি মারা বেগম জানান, সারা মাস রোজা করার পর এই ঈদের নামাজ পড়তে হয়। সেইমতো নামাজ পড়লাম। প্রার্থনা করলাম প্রথমে আমরা বিশ্বশান্তির প্রার্থনা করি।বিশ্বে যেনও শান্তি বজায় থাকে। প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, করোনা মহামারী বা তীব্র দাবদাহে বিশ্বের যেনও কোথাও কারও ক্ষতি না হয়। আমাদের দেশে যেনও কোনও ক্ষতি না হয় এই প্রার্থনা করলাম।
ফোর্টিন টাইম লাইন, মালদা।