পাঁচ দিন পর মহানন্দা থেকে ভেসে উঠলো নদীতে তলিয়ে যাওয়া এক শিশুর মৃতদেহ। রবিবার দুপুরে চাঁচলের চন্দ্রপাড়ার বলরামপুর ঘাট থেকে শিশুর মৃতদেহটি ভেসে উঠতে দেখেন গ্রামবাসীরা। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
সূত্রের খবর, মৃত সেই শিশু কন্যাটির নাম ফাইমা ইয়াসমিন। বয়স ৪ বছর। উল্লেখ্য, গত মঙ্গলবার চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জতমণি গ্রামে মায়ের সঙ্গে কাপড় কাঁচতে গিয়ে মহানন্দা নদীগর্ভে তলিয়ে যায় সেই চার বছরের শিশু কন্যা। তখনই শুরু হয় উদ্ধার কাজ। ডুবুরি ও স্প্রিড বোট নামিয়ে দেহ উদ্ধার করার চেষ্টা করা হলেও শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে, টানা পাঁচদিন পর নদীর জলে ভেসে ওঠে শিশুটির গলিত মৃতদেহ। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
চাঁচল থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।