এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল। পঞ্চায়েত সদস্যের উদ্যোগে গ্রামের কবরস্থানে বসানো হল উচ্চ বাতিস্তম্ভ। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় মালদহের চাঁচল-১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর কবরস্থানে বাতিটির উদ্ধোধন করা হয়। এদিন ফিতে কেটে উদ্ধোধন করেন পঞ্চায়েত সদস্য রাজেকা খাতুন।সম্প্রতি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিহারপুরের উপপ্রধান প্রতিনিধি সাহিদ আক্তার,সমাজসেবী রেজাউল করিম,আব্দুল মান্নান সহ প্রমুখরা। পঞ্চায়েত সূত্রে জানা গেছে,বাতিটির জন্য পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কি বলছেন পঞ্চায়েত সদস্য শুনব-
ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্য রাজেকা খাতুন জানিয়েছেন,এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দরবার করছিল।তা পূরণ করতে সমর্থ হলাম।এলাকায় জলের সমস্যা রয়েছে।দুটি সাব মার্সিবল বসানো পরিকল্পনা চলছে।
প্রসঙ্গত স্থানীয় বাসিন্দা নাজমুল হুদা জানিয়েছেন,পর্যাপ্ত আলোর অভাবে রাতের বেলা কবরস্থানে মৃতদেহ দাফন করতে সমস্যা হত।এছাড়াও এটি গ্রামের মূল কবরস্থান । এমনকি বাতি বসানোর জন্য দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছিলাম ,আজ তা বাস্তবায়নে আমরা খুশি। এই বিষয়ে গ্রামবাসী কি বলছেন শুনব –