Taboo : মানসিক রোগের অমানবিক চিকিৎসা!

আরও পড়ুন

পায়ে শিকল বাঁধা অবস্থায় দিন কাটাচ্ছে এক যুবক। টাকার অভাবে মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করাতে ব্যর্থ ওই পরিবার। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম বরুন রাম। এমনই দৃশ্য দেখা গেল পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায়। অভিযোগ, এমন ঘটনায় কেউ এগিয়ে আসেনি।

সূত্রের খবর, বরুণের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভারসাম্যহীন এর পরিমাণ বাড়তে থাকে। তার বাবা শিবশঙ্কর রাম। পেশায় তিনি দিন মজুরের কাজ করে সংসার চালান। বহুদিন যাবৎ চিকিৎসা করানোর জন্য গেলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি ভারসাম্যহীন ছেলের।

এবিষয়ে বরুণ রামের দিদি জুলি রাম জানান, আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় সেইভাবে তার ভাইয়ের চিকিৎসা করাতে পারেনি। তার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ বিভিন্ন জায়গায় জানানোর পরেও চিকিৎসার জন্য কোনওরকম সাহায্য পাওয়া যায়নি।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close