ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের উদ্যোগে প্রায় ৬টি কংক্রিটের ঢালাই রাস্তার শিলান্যাস ও একটি মাঠের সৌন্দর্যায়নের কাজের সূচনা অনুষ্ঠিত হ’ল সোমবার। নারকেল ফাটিয়ে এদিন কাজের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ দাস, মালদা জেলা পরিষদের সদস্য উজ্জল চৌধুরি এবং স্বপন কুমার মিশ্র সহ আরও অন্যান্য অতিথিরা।
প্রসঙ্গত কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ দাস জানান- দীর্ঘদিনের দাবি অনুযায়ী ধানতলা, আড়াপুর, কোতুয়ালি, গনিপুরে মোট ৬টি কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু হল। পাশাপাশি কোতুয়ালি শিব মন্দির মাঠে সুন্দরজায়নের কাজও শুরু করা হল। আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ হবে, গ্রামবাসীরা এই রাস্তার মাধ্যমে ভীষণ উপকৃত হবেন।