Malda : মেধা, অধ্যাবসায় দিয়েই ডব্লিউবিসিএস-এ জয়েন্ট বিডিও মালদার রকি

আরও পড়ুন

মেধা-অধ্যাবসায় ডব্লিউবিসিএস (ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস)-এ অভাবনীয় ফল করেছেন মালদার হরিশ্চন্দ্রপুরের রকি। ডব্লিউবিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জয়েন্ট বিডিও পদে যোগ দিতে চলেছেন তিনি।

উল্লেখ্য, অভাবী পরিবারের ছেলে বছর ছাব্বিশের রকিচন্দ্র দাস। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামের বাসিন্দা। বাবা হোটেলের এক সামান্য কর্মচারী। মা অঙ্গনওয়ারি কেন্দ্রের সহায়িকা। ছেলের এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত রকির পরিবার-সহ এলাকাবাসী।

প্রসঙ্গত, গত ২০ জুলাই ডব্লিউবিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রেজাল্ট বার হতেই দেখা যায়- দারুন ফলাফল করেছেন রকি। সারা পশ্চিমবঙ্গে‌ ২৯ ৱ্যাঙ্ক করেছেন তিনি। আর্থিক অনটনকে হারিয়ে নিজের মেধার জোড়ে পরীক্ষায় অভাবনীয় ফল করেছেন তিনি। কোনও কোচিং ছাড়াই অবৈতনিক গ্রন্থাগারে পড়ে প্রস্তুতি নিয়েছেন। প্রথম দু’বার ব্যর্থ হলেও তৃতীয়বারে একেবারে বাজিমাত করে দিয়েছেন তিনি। জয়েন্ট বিডিও হিসেবে তিনি যোগ দিতে চলেছেন কাজে।

ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close