Malda : হযরত মহম্মদের পদচিহ্ন রয়েছে গৌড়ের কদমরসুল মসজিদে

আরও পড়ুন

মালদার গৌড়ে রয়েছে হযরত মহম্মদের পদচিহ্নসংবলিত কদমরসুল মসজিদ। তা প্রত্যক্ষ করতে বিভিন্ন ধর্মাবলম্বী শয়ে শয়ে মানুষ এখানে ভিড় করেন। এবিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সেবাইত মঞ্জর খান বলেন, বাদশা নসরৎ শাহ্ আরব থেকে হযরত মহম্মদ-এর পদচিহ্ন নিয়ে এসেছিলেন, সে কারনেই এই ইমারতটি তৈরি করা হয়। পাশাপাশি কদম রসুল মসজিদের পূর্ব দিকে রয়েছে দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার। বর্তমানে ইমারতটির ছাউনি না থাকায় মানুষ এসে রোদ, বৃষ্টির সময় সমস্যায় পড়েন।

অন্যদিকে স্থানীয় বাসিন্দা সূর্য মন্ডল জানান, কদমরসুল মসজিদের পশ্চিম দিকে যে দিঘিটি রয়েছে- সেখানে বাদশার ছোট ছেলে নিয়মিত স্নান করতেন। এখন বাদশাও নেই, হারিয়ে গিয়েছে রাজ্যপাটও। তথাপি গৌড় পরিদর্শনে এলেই এই দিঘিটি পরিদর্শনে আসেন অসংখ্য মানুষ।

মালদার কদম রসুল মসজিদ থেকে অনির্বাণ ঘোষের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close