কালিয়াগঞ্জের পর মঙ্গলবার মালদার কালিয়াচকের একটি জমি থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক যুবক। জমির মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয়দের দাবি, তাকে ধর্ষণ করে তথ্য প্রমান লোপাটের জন্য শ্বাসরোধ করে খুন করে জমিতে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সূত্রের খবর, এই ঘটনায় ধৃতের নাম বিশ্বজিৎ মন্ডল। সে বিবাহিত ছিল। ধর্ষিতা ওই নাবালিকার বয়স ১৩ বছর। তার বাড়ি মালদা থানার নবাবাগঞ্জ এলাকায়। মঙ্গলবার সকালে উজিরপুর গ্রামের বেশ কিছু মানুষ জমিতে কাজে যাচ্ছিলেন। সেই সময় জমির মধ্যে ওই নাবালিকাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয়।
পরিবারের দাবি, অভিযুক্ত বিশ্বজিতের সঙ্গে ওই নাবালিকার ফোনের সূত্রে পরিচয় হয়। ওরপর থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ট হতে থাকে। সোমবার বিকেলে তাকে ফোন করে কালিয়াচক তাকে আসতে বলে ধৃত। সেখানে তাদের মধ্যে কোনও কিছু নিয়ে বিবাদ তৈরি হয়। এরপরই নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুরতন মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি।
এবিষয়ে জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, প্রথমে মৃতদেহটির পরিচয় জানা যায়নি। এরপর বিভন্ন থানায় খবর দিলে জানা যায় মৃতের বাড়ি মালদা থানা এলাকায়। এরপর তার পরিচয় সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়।।
মৃতার মোবাইল ফোনের সুত্র ধরে বিশ্বজিত মণ্ডলকে এদিন গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত জারি রয়েছে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।