মালদা শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ঝংকার ক্লাবের দুর্গাপুজো। এবার সেই ক্লাবের প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেল। রবিবার সকালে ঢাকঢোল বাজিয়ে দুর্গাপুজোর আগে ক্লাব প্রাঙ্গনে খুঁটিপুজো কর্মসূচি পালন করা হল।
রবিবারে ঝংকার ক্লাবের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ পুজো উদ্যোক্তারা। মালদা শহরের বিনয় সরকার রোডে অবস্থিত ঝংকার ক্লাবটি প্রতিবছরই দুর্গাপুজোয় তাদের বৈচিত্র্যময় থিম দর্শনার্থীদের কাছে তুলে ধরে। এবছরও তার ব্যতিক্রম নয়। এবারও তাদের বিশেষ আকর্ষণ রয়েছে দুর্গাপুজোয় বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। তবে সেই আকর্ষণের বিষয়ে এখনই খোলসা করে কিছু জানাতে চাননি ক্লাব কর্তৃপক্ষ। রবিবার পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে ঢাক ঢোল পিটিয়ে দুর্গাপুজোর খুঁটিপুজো পালন করা হয়ে গেল ঝংকার ক্লাব প্রাঙ্গণে। এদিনের অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।