Malda : অভিষেকের সভা দেখে শুভেন্দু ভয় পেয়েছে, মন্তব্য কুনালের

আরও পড়ুন

“অভিষেকের জনসভা দেখে শুভেন্দু ভয় পেয়েছে। শুভেন্দুর স্বয়নে, স্বপনে, জাগরণে অভিষেক। যেখানেই অভিষেক মিটিং করছে সেখানে শুভেন্দু ছুটে যাচ্ছে। অভিষেক যাহা পার খাড়া হোতা হ্যা, উহা সে শুভেন্দুকা লাইন শুরু হোতা হ্যা।” কাঁথিতে শুভেন্দুর সভা প্রসঙ্গে বুধবার মালদায় এমনই মন্তব্য করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

সূত্রের খবর, তৃণমূলের সভা বাতিল প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, আমাদের যেখানে সভা করার কথা ছিল তার থেকে কিছুটা দূরত্বে বিজেপির একটা সভা হচ্ছিল। একই রাস্তা দিয়ে দুই দলের লোকেরা যাতায়াত করছিল। অভিষেকের সভায় যে জনসমুদ্র হয়েছিল তা আমাদের দেখানো হয়ে গেছে। সেই কারনে সেদিন ওরা প্রভোকেশন দেওয়ার চেষ্টা করবে আমাদের কাছে খবর রয়েছে। আমরা কোনও প্রভোকেসনে পড়তে চাই না। সেই কারনে সভা বাতিল করা হয়েছিল।

বুধবার সকালে মালদার ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড় এলাকায় চায়ের আড্ডায় যোগ দিয়ে তিনি বলেন, “শুভেন্দু অমিত শাহকে নাকি একটি তালিকা দিয়েছেন। ওর কি কি মামলা রয়েছে।প্রথমত অমিত শাহের সিবিআই নারোদা কাণ্ড ওর বিরুদ্ধে যে এফ আই আর টি করেছিল সেটা আছে তো?” শুভেন্দুকে কটাক্ষ করেন কুনাল।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close