Malda : তৃণমুলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

আরও পড়ুন

মালদার ইংরেজবাজারে লক্ষীপুরের তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত মাইনুল সেখ-সহ চারজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এখনও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশবাহিনী।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংর্ঘষ বাধে। এর জেরে তৃণমূল কার্যালয়ের পার্টি অফিসে ব্যাপক ভাংচুর করা হয়। এমন অভিযো উঠেছে ওই এলাকা থেকে নির্বাচিত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখ-সহ তার অনুগামীদের বিরুদ্ধে। এরপর রাতে মইনুল গোষ্ঠী ও অপর গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হলে তারা স্থানীয় পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ। সেখানে মমতা বন্দোপাধ্যায়-এর ছবি রাখা থাকলে তাও ভাঙচুর করা হয়। সঙ্গে ভাঙা হয় বাইক-সহএকাধীক জিনিস পত্র।

এমন ঘটনা সম্পর্কে বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই পঞ্চায়েতের টাকা এরা লুটপাট করেছে এবং সেই টাকার ভাগাভাগি নিয়েই এখন মারামারি চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে আরও বাড়বে।

অন্যদিকে মাইনুল শেখের ছেলে কেও মারধর করে তার বিরোধী গোষ্ঠীর তৃণমূল কর্মীরা। বর্তমানে সে এখন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close