Malda:মোটর বাইকের সংঘর্ষে আহত ২

আরও পড়ুন

আত্মীয় বাড়ি যাওয়ার পথে দুটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় এক নাবালকসহ গুরুতর জখম হল দু’জন। সূত্রের খবর,বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত দু’জনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত মোটরবাইক চালকের নাম রোহিত মোমিন (২৬) এবং তার এক আত্মীয়ের নাম তৌহিদ খান (১৫) । আহত রোহিত মোমিনের বাড়ি মোথাবাড়ি থানার বাবলা এলাকায়। এদিন রাতে মোটরবাইকে করে মোথাবাড়ি থেকে তৌহিদ খান নামে ওই আত্মীয়কে সুজাপুরের বাড়িতে ছাড়তে যাচ্ছিলেন তিনি। সেই সময় সুজাপুর এলাকার জাতীয় সড়কে একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরের ধাক্কা মারে । তাতেই ওই দুইজন গুরুতর জখম হয়।

মালদার সুজাপুর থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close