শুক্রবার পথ দুর্ঘটনায় আহত হল দু’জন শিশু-সহ তিনজন। ঘটনাটি ঘটেছে ১৭ মাইল এলাকায় বিএসএফ ক্যাম্পের সামনে। আহতরা হলেন-আজমাইল শেখ, বয়স ১ বছর, সুহানা খাতুন, বয়স ৩ বছর, কবির শেখ, বয়স ৩৮ বছর। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার হাতিচাঁপা গ্রাম থেকে কবির শেখ বাইকে করে আজমাইল এবং সুহানাকে নিয়ে কালিয়াচকে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ১৭ মাইল বিএসএফ ক্যাম্পের সামনে মালদাগামী একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে কবির শেখর বাইকের পিছনে ধাক্কা মারে। ফলে বাইক থেকে ছিটকে পড়ে যান কাবির শেখ। সঙ্গে দুই শিশুও পড়ে গিয়ে আহত হয়। তরিঘরি স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। আহত ওই তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে গাড়িটিকে আটক করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।