Malda : অটো দুর্ঘটনায় আহত ৩ পথচারী।

আরও পড়ুন

শুক্রবার রাতে পুখুরিয়া থানার পুখুরিয়া মোড় এলাকায় অটো দুর্ঘটনায় আহত তিন পথচারী।

পরিবার সূত্রের খবর, আহতরা রহলেন- মুনাপ নাদাপ বয়স ৫৫ বছর। তার স্ত্রী আয়েশা বিবি, বয়স ৪৫ বছর ও নাতি রোহিত নাদাপ বয়স ১৯ বছর । তাদের বাড়ি সংশ্লিষ্ট থানার গোসাইপুর এলাকায়। জানা গিয়েছে- এদিন রাতে পুকুরিয়া স্ট্যান্ডে তাদের দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনজন। সেই সময় একটি বেপরোয়া অটো নিয়ন্ত্রণ হারিয়ে তাদের তিনজনকে ধাক্কা মারার পর উল্টে যায়। তাতে আহত হয় এই তিনজন পথচারী। স্থানীয় বাসিন্দারা অটোটি আটক করলেও, চালক পলাতক । তারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন । সেখানে তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এদিন রাতে তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close