Malda : জলে ডুবে ১০ বছরের কিশোরের মৃত্যু
শুক্রবার মাসির সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার চাঁদপুর এলাকায়। মৃত ওই কিশোরের নাম আরিফ শেখ। পরিবার সূত্রে খবর- মাসির বাড়ি বিয়ের অনুষ্ঠানে এসেছিল সে। শনিবার বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের দীর্ঘ প্রচেষ্টার পর ওই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারী সেখ আমিদুর আর কি কি বলেছেন শুনব –
পুলিশ জানায়, মৃত ওই কিশোর আরিফ রতুয়া -২ নম্বর ব্লকের শ্রীপুর এলাকার বাসিন্দা। শুক্রবার চাঁদপুরে মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। ওইদিন মাসির সঙ্গে কালিন্দী নদীতে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায়। এরপর স্থানীয়রাই ওই কিশোরের খোঁজে নদীর জলে ডুবে উদ্ধারের চেষ্টা করে। খবর দেওয়া হয় পুকুরিয়া থানায়।পুকুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে খবর দেন বিপর্যয় মোকাবিলা দলকে। তারাই জলে ডুবুরি নামিয়ে এদিন দুপুরে নদীর গভীর জল থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। এরপর দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
ফোর্টিন টাইম লাইন, চাঁচল।