পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক যুবক। ধারালো অস্ত দিয়ে কুপিয়ে ওই যুবককে খুনের চেষ্টা বলে অভিযোগ। বর্তমানে ওই যুবক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়া বাধাল এলাকায়। আক্রান্ত যুবকের নাম সাহেব জিলানী সেখ। বয়স ২০ বছর। পরিবারের রয়েছে বাবা আব্দুল ওয়াহেদ। অভিযুক্তরা হল দুলু সেখ ও রুবু সেখ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজের ২৫ হাজার টাকা অভিযুক্তদের কাছে পায় আক্রান্ত যুবক। বিগত আট মাস ধরে সেই টাকার জন্য তাকে আজ দেব কাল দেব বলে ঘোরাচ্ছে। গতকাল রাতে সেই টাকা চাইতে গেলে শুরু হয় তাদের মধ্যে বিবাদ। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সায়েদ জিলানী সেখ কে। আক্রান্ত যুবকের চিৎকারে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তড়িঘড়ি আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।