বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে মৃত্যু যুবকের, খুন বলে দাবি পরিবারের। ৩১ ডিসেম্বরে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। নতুন বছরের সকালে দেহ উদ্ধার হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার সূতী এলাকায়। পুলিশ অর্ধ উলঙ্গ অবস্থায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের অভিযোগ আত্মহত্যা নয় খুন করা হয়েছে বছর আঠাশের তাদের ছেলেকে। পুলিশ জানিয়েছে,কি কারনে মৃত্যু,ময়নাতদন্তের রিপোর্ট আসলেই স্পষ্ট হবে। পুলিশি সূত্রের খবর, মৃত যুবকের নাম দিলীপ দাস। বয়স ২৮ বছর, পেশায় লোহার ভাঙরি বিক্রি করে।বাড়ি চাঁচলের সতী গ্রামে। পরিবারে রয়েছে স্ত্রী,সন্তান ও বৃদ্ধ বাবা।
সূত্রের খবর, বর্ষবরণ উপলক্ষ্যে এলাকার বন্ধুদের সঙ্গে পিকনিক যোগ দেন দিলীপ। এলাকার একটি আমবাগানে পিকনিক আয়োজন করা হয়েছিল রাতে।রবিবার সকালে পিকনিকের স্থল থেকেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ।ঘটনার পরে তার বন্ধুরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য তাদের তল্লাশি চালাচ্ছে চাঁচল থানার পুলিশ।চাঁচল থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা বলে জানা গিয়েছে মৃতের পরিবারের তরফে।
মৃতের স্ত্রী লক্ষ্ণী দাস জানান,স্বামী সন্ধ্যে বেলা আমাকে বলে,বন্ধুদের সঙ্গে পিকনিকে যোগ দিব।তারপরেই শীতের পোশাক নিয়ে বাড়ি থেকে বের হয়।সকালে প্রতিবেশীদের মারফত জানতে পারি,স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে বাগানে।নতুন বছরে স্বামীহারা হতে হবে ভাবতে পারিনি।পুলিশ দোষীদের খুজে উপযুক্ত শাস্তি দিক।থানায় খুনের অভিযোগ করব।
ফোর্টিন টাইমলাইন, মালদা।