বিধাবার জমি দখলকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়াল মালদার মালতীপুরে। এক প্রতিবেশী দলবল নিয়ে ওই জমি দখল করে হামলা চালায় বলে অভিযোগ। বিধবার পক্ষ নিয়ে কয়েকজন বাধা দেওয়ায় বিপক্ষ গোষ্ঠী বোমাবাজি এমনকি গুলিও চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরতর জখম হয়েছে কয়েকজন। ঘটনার পরে এলাকা থমথমে রয়েছে। যদিও পুলিশ বোমা ও গুলি চালোনা নিয়ে মুখ খুলতে চায়নি। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, মালতীপুর হাসপাতাল সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে ৮ শতক জমি রয়েছে বিধবা রিজিয়ার। সেই জমি থেকে ৪ শতক বিক্রি করতে উদ্যোগী হয়েছিলেন রিজিয়া। প্রথমে এলাকারই এক প্রতিবেশী মজিবুর রহমানের কাছে জমি বিক্রির জন্য বরাত নেন। কিন্তু বরাত নেওয়ার পরেই ওই বিধবা বুঝতে পারেন মজিবুর ৪ শতকে বদলে ৫ শতক জমির জন্য সাক্ষর করিয়ে নেন রিজিয়ার। গ্রামের লোকের মুখে ঘটনার কথা জানতে পেরে জমি বিক্রি করতে নারাজ হন ওই বিধবাে তিনি মজিবুরকে টাকা ফেরতও দিয়ে দেন বলে ওই বিধবা দাবি করেন। সেই ৪ শতক জমি এলাকার বাসিন্দা দানেশ আলীর কাছে বিক্রি করেন। কিন্তু শনিবার বাঁশ ও ইট নিয়ে এসে জমি দখল করতে শুরু করে মজিবুর,বলে অভিযোগ। বহিরাগতদের ডেকে এনে দখল চালাচ্ছিল।
রিজিয়া বাধা প্রদান করতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর বিধবার পক্ষ হয়ে স্থানীয় ক্লাবের বেশ কয়েকজন দখলে বাধা দিতে আসলে শুরু হয় বচসা। বাঁশ লাঠি নিয়ে একে অপরের উপর চড়াও হয়। রণক্ষেত্রের চেহার নেয় এলাকা। ঘটনায় ক্লাবের সদস্য মাসুম আলি সানু,কালু-সহ বেশ কয়েকজন জখম হন।বর্তমানে মাসুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিপক্ষ গোষ্ঠীর কয়েকজন জখম হয়েছে বলে সূত্রের খবর। রিজিয়া বেওয়ার পক্ষে মুস্তাক আলি বলেন,মজিবুর বহিরাগতদের ডেকে নিয়ে এসে জমি জবরদখল করছিল।আমরা বাধা দিতে গেলে তারা বোমাবাজি করেন ও দুই রাউন্ড গুলি চালায়।তারপরে তারা ফাঁকা মাঠ দিয়ে পালিয়ে যায়। যদিও মজিবুরকে এলাকায় পাওয়া যায়নি। তার এক আত্মীয় দাবি করেন,বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা মিথ্যে।
ওই বিধবা রিজিয়া বলেন,আমি মজিবুরের কাছে জায়গা বিক্রি করতে চাইনি।তবুও তিনি জোরপূর্বক ভাবে জমি দখল করার চেষ্টা চালাচ্ছিল।আজ বহিরাগত দুষ্কৃতিদের নিয়ে জায়গা দখল করতে আসে।আজ আমি ও ক্লাবের সদস্যরা বাধা দিতে গেলে তারা মারধর শুরু করেন।
মজিবুরকে না পাওয়া গেলেও তার এক আত্মীয় জানান,মজিবুরের বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
তবে ঘটনার পরেই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে চাঁচল থানার পুলিশ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
ফোর্টিন টাইমলাইন, মালদা।