ছট উপলক্ষে শনিবার সকাল থেকে জমে উঠে বাজার। ফলমূল-সহ বিভিন্ন সামগ্রী কিনতে মালদা শহরের রথবাড়ি এলাকায় ভিড় জামান হাজার হাজার মানুষ। আপেল, কলা, আখ নারকেল-সহ বিভিন্ন ফলমূলের পাশাপাশি অন্যান্য সামগ্রী কেনেন বহু মানুষ। এক বিক্রেতা জানান, গত দুই বছর করোনা আবহে ভালো ব্যবসা হয়নি তাদের। এবছর বিধি নিষেধ না থাকার কারনে বাজারে বেড়েছে বিভিন্ন জিনিসের বিক্রি। ছট উপলক্ষে শেষ মুহূর্তে কেনাকাটা করেন বহু মানুষ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।