শুক্রবার মালদার সা- রে -গা -মা -পা- র লিটিল চ্যাম্প-এ ষষ্ঠ স্থানাধিকারী রাফা ইয়াসমিনকে তার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানালেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার মতে, গনিখান চৌধুরীর পর মালদাকে আবারও গোটা দেশের কাছে উজ্জ্বল করে তুলল এই ছোট্ট মেয়েটি।
সূত্রের খবর, মালদা শহরের হায়দারপুর এলাকার বাসিন্দা রাফা ইয়াসমিন। বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকেই গানের প্রতি তার প্রচন্ড ঝোঁক। তার এই প্রতিভাকে প্রস্ফুটিত করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে রাফার অভিভাবকদের । গত চার মাস আগে মুম্বাইয়ের একটি টিভি চ্যানেলে রাফা ইয়াসমিন সা- রে-গা-মা-পা-র লিটিল চ্যাম্প প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম দশে উঠে আসে। তার পরে ফাইনাল প্রতিযোগিতায় বলিউড তারকাদের সামনে রাফা ইয়াসমিন ষষ্ঠ স্থান অধিকার করে। মালদায় ফিরে আসতেই রাফাকে দেখতে তার বাড়িতে রোজই উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। এত অল্প বয়সে রাফার সুর ও সংগীত শুনে বলিউডের একের পর এক খ্যাতনামা শিল্পী অন্নু মল্লিক, উদিত নারায়ণ, ইয়ালকা ইয়াগনিক-সহ অনেকেই সুনাম করেছেন। রাফাকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর হাত দিয়েও সম্বর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
ফোর্টিন টাইমলাইন, মালদা ।