ফেসবুকে বন্ধুত্ব করে ১৬ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ দায়ের হয়েছে মালদা সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ জাল ফেলে দিল্লি থেকে গ্রেপ্তার করে নাইজেরিয়ান এক হ্যাকারকে। সাত দিন যাবত সাইবার ক্রাইম থানার পুলিশ দিল্লিতে ফাঁদ পেতে বসে থাকে, আর সেই ফাঁদেই গ্রেফতার হয় নাইজেরিয়ান হ্যাকার, যে ১৬ লক্ষ টাকা প্রতারণা করে অন্যজনের একাউন্ট থেকে গায়েব করে। রবিবার ফারাক্কা এক্সপ্রেস-এ মালদা টাউন স্টেশনে নেমে সোজা মালদা মেডিকেল কলেজে তার স্বাস্থ্য পরীক্ষা করে মালদা আদালতে তোলে এবং আদালতের কাছে চার দিনের জন্য পুলিশি হেফাজতের নেওয়ার রিমান্ড দাবি করে। এর সঙ্গে আর কারা কারা জড়িত সে ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ অফিসাররা । বিশেষজ্ঞ মহলের ধারনা, এটা একটা বড়সড় সাফল্য মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের।
ফোর্টিন টাইমলাইন, মালদা।