Malda : জল ফেলাকে কেন্দ্র করে মৃত্যু !

আরও পড়ুন

বাড়ির সামনে জল ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ। মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মহদীপুর অঞ্চলের খিড়কি এলাকায়। সূত্রের খবর মৃত ব্যক্তির নাম সাত্তার শেখ। জানা যায় সোমবার সকালে বাড়ির সামনে জল পড়ে থাকতে দেখে দুই প্রতিবেশীর মধ‍্যে বচসা তৈরী হয় ।যার ফলে নুরইসলাম সেখ ও সাত্তার সেখের হাতাহাতি থেকে সংঘর্ষ বাঁধে। প্রতিবেশীদের অভিযোগ তাঁরা বহুদিন ধরে এই সমস্যার সম্মুখীন। প্রসঙ্গত এই ঘটনায় দুই পক্ষের মারামারি এবং হাতাহাতিতে মৃত্যু হয় সাত্তার সেখের বলে অভিযোগ। উল্লেখ এই মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে অভিযুক্তদের নামে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। কি বলছেন মৃতের মেয়ে শুনব-

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মালদার ইংরেজ বাজার থানার পুলিশ। তবে পুলিশ সুটের জানা যায় আসল কি কারনে এই খুন পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close