কলেজে ভর্তি হতে না পেরে হতাশাগ্রস্ত উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা। আর্থিক দুর্বলতাকে সামনে রেখে কলেজ কর্তৃপক্ষের দারস্থ হন তারা। কলেজে ভর্তির দাবিতে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখতে শুরু করেন। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল কলেজে।
সূত্রের খবর, বিক্ষোভকারী পড়ুয়ারা এদিন ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ করার পাশাপাশি তার হাতে একটি স্মারকলিপিও জমা করেন। পরে তারা কলেজে ভর্তির দাবিতে বিক্ষোভ অবস্থান বসেন অধ্যক্ষের কক্ষেই। প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী এদিন বিক্ষোভ প্রদর্শন করেন।
ফোর্টিন টাইমলাইন, মালদা।