Malda : বামুনপাড়ায় দুর্গোৎসবের খুঁটি পুজো হল মঙ্গলবার

আরও পড়ুন

দুর্গাপুজোর আর মাত্র ৬০ দিন বাকি। ইতিমধ্যেই মালদার বড় বাজেটের পুজোগুলির মধ্যে অনেক ক্লাবই শুরু করে দিয়েছে মণ্ডপ তৈরির কাজ। পাশাপাশি শুরু করে দিয়েছে খুঁটি পুজো।

সূত্রের খবর, এদিন মঙ্গলবার সকালে ক্লাব প্রাঙ্গনে ঢাকের বাদ্যি ও পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হল মালদার চাঁচলের বামুনপাড়ার দুর্গোৎসবের কাউন ডাউন। এবারে তাদের পুজো ৪০বছরে পদার্পণ করবে। থিমের আদলে তৈরি হবে সমগ্র পুজো মণ্ডপ।

প্রসঙ্গত, গত দু’বছর করোনা মহামারীর জন্য বাঙ্গালিদের সবচাইতে বড় উৎসব দুর্গাপুজোর আনন্দে ভাটা পড়েছিল। পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষগুলি বড় করে পুজো করতে পারেনি। কিন্তু এবার করোনা মহামারী কম থাকায় ক্লাবগুলি বড় করে পুজো করতে চলেছে। তাদের এবারের থিম “মাতৃ আরাধনা”। খুঁটি পুজোর পাশাপশি এদিন থেকেই মণ্ডপের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে গত দু’বছর করোনার জন্য পুজোর বাজেটে কাট ছাট থাকলেও এবারে কিন্তু বিগ বাজেটের পুজোর পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা।

মালদার চাঁচল থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close