বৃহস্পতিবার রাতে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
সূত্রের খবর, নিহত ওই বৃদ্ধার নাম রেজিনা বেওয়া। বয়স ৮৫ বছর। মোথাবাড়ির কুরিয়াটাইড়ের বাসিন্দা তিনি। ২২ দিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দিন কয়েক আগে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে সি সি ইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে চিকিৎসা চলা অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর মৃতদেহ কিভাবে বাড়ি নিয়ে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মোথাবাড়ির কুরিয়াটাইড়ের বাসিন্দা মাহিরাব হক। অবশেষে, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা। তার সহযোগিতায় শববাহী গাড়ি নিখরচায় পেয়েছেন এবং রাতেই মায়ের মৃতদেহ বাড়ি নিয়ে যেতে পেরেছেন বলে জানিয়েছেন নিহতের ছেলে মহম্মদ মাহিরাব হক।
ফোর্টিন টাইমলাইন, মালদা।